সেদিন সাদা মেঘে ঢাকা ছিলো নীলাকাশ। ঠিক তাদের মতো। যাদের চোখ অন্ধ এবং বুক বন্ধ থাকে।
কেমন তারা? তারা নিজেরা বিশ্বাসী। নিজ মতের বিশ্বাসীদের দলবদ্ধ করতে সক্রিয় থাকে। প্রগতিশীলতার নামে ভিন্ন বিশ্বাসে তিরস্কার ছড়ায়। তারা কখনও কখনও পুকুর চুরি, সীমান্ত চুরি, ভূমি চুরির সেল্টার দাতা। এরা কিন্তু মেঘে ঢাকা সাদা আকাশের মতো ফকফকা সমাজে, অনুকরণীয়। বরণীয়। তাদের মুখোশ চেনে সবাই, কিছুই বলে না। মজা লয়।