shape
Published

March 30, 2023

No Comments

Join the Conversation

View

141 Views

একাত্তর, মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা নিয়ে যা ইচ্ছে তাই বলবো! তুচ্ছ তাচ্ছিল্যও করবো! কিন্তু কিচ্ছু করতে পারবেন না। এই না হইলো স্বাধীনতা। ১০ টাকার চালও খাবো, ১০ টাকা দিয়ে স্বাধীনতা কিনবো-বেচবো। কিচ্ছু কইতে পারবেন না কেউ।
রাজাকাররা এসব করতো। তাদের উত্তরসূরীরা এখনও করে, সে যে রাজনৈতিক দলেই আবাসিক হউক না কেন।
স্বাধীনতা নিয়ে টিটকারি মারা শেখানো আর যাই হউক, মগজে পচঁন ধরার লক্ষন ছাড়া কিছুই না।

Author

  • http://syb.jyk.mybluehost.me alimchssyl@gmail.com Shah Abdul Alim
Share On: