দিন যাচ্ছে। কর্ম বদলাচ্ছে। শরিরের ঘর বানাচ্ছে পিঞ্জর কাটা রোগ। বাহু বল কমছে, পা ফেলতে চচ্ছে নিকাশ করে। মাপঝোঁক লাগছে খাবারে। শুয়া বসায় হিসেব। হাটা চলায়ও তাই।
সীমিত হচ্ছে সামাজিকতা। কমছে আড্ডার সময়।কমছে আলাপের মানুষ। একই শহরে, একই পাড়ায় থাকছি। কিন্তু দেখা হচ্ছে না। যারা দেশ থেকে দূরে আছে তাদের সাথে সময়ের ব্যবধানে যোগাযোগ নিয়মিত হচ্ছে না। সময় কারাগারে আটকে আছি আমি, আমার যতো বান্ধব। এসবের ফিরিস্ত দিনে দিনে আরও দীর্ঘ হবে। হচ্ছেও তাই।
যাক ভালো আছি। সবাই ভালো থেকো এই বেশ। জীবনের তরী নিয়ে শেষ ‘বিশ’ -এ বাইছি সায়রে, সাগরে। কখনো টিলা পাহাড়ে। হইয়্যা হু, হইয়্যা। চলুক।
নয়া বছরে সবার জন্য শুভকামনা। যে যেখানে আছো/আছেন- ভালো থাকো/থাকবেন।
শুভ ইংরেজি নববর্ষ ২০২৪।
#happynewyear2024