shape

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে লিবিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত H.E. Abdulmutalib S M Suliman -এর সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সচিবালয়ের দপ্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে লিবিয়ার রাষ্ট্রদূতের এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন। বৈঠকে লিবিয়ার রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দু’দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে প্রত্যাশা করেন। বৈঠকে উভয়পক্ষ দু-দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহাদ্য-সম্প্রীতি, সুষ্ঠু-সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন, মানব পাচারের প্রতিরোধ, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিতকরণ সহ লিবিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী প্রেরণ বিষয়ে আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি/২২ জানুয়ারি ২০২৪

প্রবাসিদের স্মার্ট ব্যাংকিং সেবা দিতে হবে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন শুধু স্বাধীনতার জন্যই সংগ্রাম করেন নি, তিনি সদ্য স্বাধীন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য কাজ করেছেন। তিনি অর্থনৈতিক স্বাধীনতার জন্য আর্থিক খাতকে একটি শক্ত ভিতের উপর দাড় করিয়ে দিয়ে গেছেন। তারই কন্যার হাত ধরে বাংলাদেশ আজ সমৃদ্ধির সোপানে এগিয়ে যাচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আজ সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ে সচিব মোঃ রুহুল আমিন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক স্বপ্ন নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে স্মার্ট ব্যাংকিং সেবা দিতে হবে।  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধু সর্বদা মানুষের কথা ভাবতেন। গরীব-দুঃখী মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করতেন। তিনি আরো বলেন, আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করি ও সেবা প্রদান করি তাহলে বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়ন করা হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তাদের তিনি বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হয়ে সেবাগ্রহীতাদের নিকট দ্রুততার সাথে কাঙ্খিত সেবা পৌঁছে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি/১৮ জানুয়ারি ২০২৪

বিদেশগামীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে গন্তব্য দেশের ভাষা জানা খুবই জরুরি। বিদেশগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যেসব দেশে আমাদের কর্মী প্রেরণের সুযোগ আছে, সেসব দেশের ভাষা প্রশিক্ষণের বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রতি বছর আমাদের কর্মী যাওয়ার সংখ্যা বাড়ছে, সেই অনুপাতে রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে কি কি করা যায় তা নিয়ে কর্ম পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, রেমিট্যান্স বাড়াতে হলে সর্বাগ্রে রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।  প্রশিক্ষণের মানের বিষয়ে কোনো ছাড় নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী গড়ে তুলতে হবে। বিদেশগামী কর্মীদেরকে দক্ষ ও স্মার্ট মানবসম্পদে রূপান্তরিত হবে। দক্ষ ও স্মার্ট মানবসম্পদই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। আজ সকালে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের সভাপত্বি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন। সচিব বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে বৈদেশিক কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবছর ১০-১২ লাখ লোক বৈদেশিক শ্রমবাজারে কর্মসংস্থান লাভ করছে। সরকার অভিবাসন ব্যয় যৌক্তিক পর্যায়ে কমানোর লক্ষ্যে কাজ করছে। তিনি আরো বলেন, আমরা চাই প্রত্যেক প্রবাসী কর্মীর নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত হোক।  এরপর প্রতিমন্ত্রীর সাথে NRB CIP Association এর সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান ও মোহাম্মদ ইয়াছিন চৌধুরী’র নেতৃত্বে NRB CIP Association এর নেতৃবৃন্দ এবং বায়রা’র সভাপতি মোঃ আবুল বাশার ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী’র নেতৃত্বে বায়রা’র নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি/১৭ জানুয়ারি ২০২৪

বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া আর নেই

বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া চলে গেলেন। আপনার জন্ম মাটি নিয়ে স্বপ্নগুলো থেকে গেল। বীরের বিদায়ে শোকাহত। সমবেদনা জানাচ্ছি পরিবারের প্রতি।  তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে ভোগছিলেন। আমি ছাড়া এই ছবির বাকি সবাই নেই! কিন্তু হয়তো কোথাও কোনভাবে আছেন তারা। ভালো থাকবেন যে যেখানে আছেন। একদিন আমিও তাদের দলে যোগ দিবো। হয়তো অন্য কেউ এই ছবিটি পোস্ট দিয়ে বলবে এদের কেউ আর বাকি নেই।

অযুহাতনামায় হতাশ হবেন কেন?

কুয়াশার চাঁদরে ঢেকে গেছে নির্বাচনী উত্তাপ। বাঘার মালিকগণ (ভোটারগণ) গেল পনেরো বছরের উন্নয়নের জোয়ারে বলতে গেলে ভেসে গেছেন! ক্ষমতা দেখেছেন। জাতীয় নেতার ভূমিকায় মুগ্ধ হয়েছেন। নিভৃতে নিজের কোমর ভেঙেছেন, শহরে যেতে। অসুস্থ মানুষের জীবন সংকটেও জনাব জনপ্রতিনিধি কাজে আসতে পারেননি! কেন? এতো বড় নেতাও কেন একটি মাত্র সড়কের ❝মাগুর চাষ❞ সিচুয়েশন পাল্টে দিতে পারলেন না? এই প্রশ্ন সবার মনে আছে। বলছি গাজী বুরহান উদ্দিন (রহ:) সড়কের ও বাঘা ইউনিয়নের মানুষের প্রাপ্তির কথা। আলোচনাটা দীর্ঘ। কিন্তু সহজে যদি বলি বিষয়টা এমন হয়। জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাকেই নির্বাচিত করি তিনি মূলত উন্নয়ন কর্তা নন। তিনি দেশ পরিচালনায় রাষ্ট্রের প্রয়োজনে আইন প্রনয়নের কাজ করবেন। মানে আইন প্রনেতা। সেটিই তার সাংবিধানিক দায়িত্ব। উন্নয়ন কাজ বাস্তবায়নে রাষ্ট্রের নানা বিভাগ, দপ্তর, সংস্থা রয়েছে। তারাই মূলত উন্নয়ন কাজ করে থাকে। তবে সংসদ সদস্যরা নিজ নির্বাচনি এলাকার উন্নয়নে উপদেষ্টার ভুমিকায় কোঠা ভিত্তিক কিছু কাজও করেন। সেটি খুবই উল্লেখযোগ্য কিছু নয়। বিষয়টি দেশের মালিকরা জানেন। কিন্তু নির্বাচন আসলেই ভুলে যান। আইন প্রনেতা হতে উন্নয়ন অগ্রযাত্রার প্রতিশ্রুতিতে হারিয়ে যান। একদিনের ❝গণতন্ত্রে❞ নিজেকে সত্যিই দেশের মালিক ভাবতেই শান্তি পান। পরে গ্রাম থেকে শহরে যেতে কোমর ভাংগেন। সড়ক থাকতেও নদী পাড়ি দিয়ে নিরাপদ করেন যাত্রা। ১৫ বছর। একটি সড়ক। হিসেব কষে দেখতে পারেন। আরও দীর্ঘ করবেন? আরেক ❝মূলা❞। বাঘা – গোলাপগঞ্জ সংযোগ সেতু। সেই ছোট বেলা থেকে শুনে আসছি। বাঘাবাসি বেশি বেশি মুলা খান, সমস্যা নেই। পরে যখন অযুহাতনামা আসতে শুরু করবে তখন হায় হায় করবেন না, আশা করি।

ভ্রমণে বিশ্বস্ত ডিজিটাল সঙ্গী

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। প্রকৃতি কন্যা সিলেটের সারি সারি টিলা, সবুজ পাহাড়ের বুক চিড়ে বয়ে যাওয়া ঝর্ণা, হাওরে শীতল জল, হিজল করছ ঘেরা জলাবন, পাথর ও পানির মিলন মেলা আকৃষ্ট করে সাধারণ মানুষ থেকে ভ্রমণ প্রেমীদের। তাই দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্ব থেকেও পর্যটকরা সিলেটেরে সৌন্দর্য দেখতে আসেন। কিন্তু এই পর্যটন স্পটগুলো যেতে হলে প্রয়োজন ভ্রমণ পরিকল্পনা। তা না হলে পর্যটকদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। পর্যটকদের এই বিড়ম্বনায় এড়াতে এখন আপনার হাতের মুঠোয় আছে সমাধান। তথ্য প্রযুক্তির এই যুগে SylhetTouristPlaces.com এবং HotelSylhet.com নামে দুইটি অনলাইন ওয়েব পোর্টাল ভ্রমণকারীদের জন্য একটি সম্পূর্ণ এবং সুবিধাজনক ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে। সিলেটের পর্যটন স্থানগুলোর একটি গুরুত্বপূর্ণ গাইড হিসাবে আবির্ভূত হয়েছে এই পোর্টাল দুটি। সিলেটের সবুজ পাহাড় আর প্রাকৃতিক দৃশ্যে ভ্রমণের পরিকল্পনা করা এখন আপনার হাতের মুঠোয়। SylhetTouristPlaces.com এবং HotelSylhet.com নামে দুইটি অনলাইন পোর্টাল ভ্রমণকারীদের জন্য একটি সম্পূর্ণ এবং সুবিধাজনক ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে সহায়ক হয়ে উঠেছে। এখন প্রায় সবকিছুই ডিজিটাল। তাই উটকো ঝামেলা না পোহাতে সবাই এখন অনলাইনের সহায়তা নেন। সেই দৃষ্টিকোণ থেকেই তৈরি করা হয়েছে এই পোর্টলগুলো। সিলেট শহর থেকে বিশদ ড্রাইভিং নির্দেশনা দেওয়া থেকে শুরু করে শীর্ষস্থানীয় হোটেল, রেস্তোরাঁ, ফুড কোর্ট এবং রিসোর্টের তালিকাসহ ভ্রমণের যাবতীয় সব পাবেন এই পোর্টালগুলোতে। সম্পূর্ণ নির্ভুল ভাবে ভ্রমণের পরিকল্পনা করবে আপনার এই ডিজিটাল সঙ্গী। একদিকে SylhetTouristPlaces.com সিলেটের পর্যটন স্থানগুলির সুনির্দিষ্ট ডেটা সরবরাহ করে ডিজিটাল সহায়ক ভ্রমণকারীদের প্রতিটি ধাপে সাথে থেকে আপনার ভ্রমণটি করবে অভূতপূর্ব। অন্যদিকে, HotelSylhet.com সিলেটের শীর্ষ ৩-তারকা, ৪-তারকা, এবং ৫-তারকা হোটেলগুলির একটি সম্পূর্ণ তালিকা প্রদান করবে। প্রতিটি তালিকার সাথে বিস্তারিত তথ্য রয়েছে। এটি নিশ্চিত করে যে ভ্রমণকারীরা তাদের প্রত্যাশা, চাহিদা এবং বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ বাসস্থান নির্বাচন করতে পারে। Hotel Sylhet একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এর ব্যবহারকারী অনলাইন বুকিং করতে পারবেন। এই সিস্টেমটির ব্যবহারকারীরা হোটেলের বিল অগ্রিম পরিশোধ না করে স্বাচ্ছন্দ্যের সাথে তাদের হোটেল বুকিং করতে পারবেন। এ ব্যাপারে SylhetTouristPlaces.com এবং HotelSylhet.com এর পরিচালক এহিয়া খান বলেন, আমরা চাই নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সিলেটে প্রতিটি ভ্রমণকারীর ভ্রমণ শুধু স্মরণীয় নয়, থাকবে ঝামেলামুক্ত। ডিজিটাল বাংলাদেশে আমাদের অনলাইন পোর্টাল ভ্রমণের ঝামেলা কমিয়ে দেবে । আমাদের এই ডিজিটাল গাইড সিলেটের সবুজ ভূখণ্ড, ঘূর্ণায়মান পাহাড় এবং নির্মল পরিবেশ অন্বেষণ করতে আগ্রহী ভ্রমণকারীদের অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করবে। এই দুইটি ডিজিটাল পোর্টালের মাধ্যমে সিলেটে ভ্রমণ পরিকল্পনার জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান প্রদান করা হয়েছে। ভ্রমণকারীরা এখানে সব তথ্য, হোটেল বুকিং এবং অন্যান্য সেবাগুলি পেয়ে যাবেন। যা তাদের সিলেটের ভ্রমণ আরও সহজ করে তোলবে ।

এইচআইভি সায়েন্স বিষয়ক আর্ন্তজাতিক সেমিনারে অস্ট্রেলিয়া

❝আইএএস ২০২৩, ১২তম আইএএস কনফারেন্স অন এইচআইভি সায়েন্স❞ এ যোগ দিতে শনিবার (১৫ জুলাই ২০২৩ খ্রি.) মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া পৌছলাম। ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দর হয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্লাইটটি এসে পৌছায় স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটায়। ২৩ থেকে ২৬ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত ৪ দিন ব্যাপি এই কনফারেন্স অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিজবেন সিটির কনভেনশন এন্ড এক্সিভিশন সেন্টারে। বাংলাদেশের সিলেটে থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক শুভ প্রতিদিন-এর সহকারী সম্পাদক হিসেবে এইচআইভি বিষয়ক আর্ন্তজাতিক এই কনফারেন্সে ডেলিগেট হয়ে যোগ দিবো। চলতি বছরের মে মাসে ভূমিকম্প ইস্যুতে সাংবাদিকতার কাজে তুরস্ক সফর করি। এর আগে সভা, সেমিনার কাভার করতে ইউকে, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল ও ভারতের এর আগে প্রদেশে সফর করি।

সিসিকের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রনের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রেরণের পূর্বে ৭ সদস্যের একটি অনুসন্ধানী মিশন সিলেট সিটি কর্পোরেশনের সাথে বৈঠক করেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩ খ্রি.) সকাল দশটায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের সাথে নগর ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনকালীন সিলেটে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের একটি দল পর্যবেক্ষক হিসেবে কাজ করবে বলে জানান ইইউ প্রতিনিধিরা। বৈঠকে তারা সিটি কর্পোরেশনের সহযোগিতা প্রত্যাশা করেন। সিসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগির আশ্বাস দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক। এতে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন ২০২৩ এর, ফার্স্ট সেক্রেটারী (পিলিটিক্যাল) সেবাস্টিন রিগার ব্রন, নির্বাচন ও রাজনীতি বিষয়ক এক্সপার্ট দিমিত্রা আয়ানউ, সিকিউরিটি এক্সপার্ট ইয়ান মিলার, লিগ্যাল এক্সপার্ট ক্রিস্টিনা আলভেস, লজিস্ট্রিক এক্সপার্ট ক্রিস্টপার চ্যামেইন, প্রোগ্রাম ম্যানেজার মেরি-হেলিন এন্ডারলিন, তানজা নাদের, সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ ও আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে-মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে আর কোন নির্বাচন হবে না। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ জুলাই ২০২৩ খ্রি.) সিলেট নগরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‌‘তারুণ্যের সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফকরুল আরো বলেন- আওয়ামী লীগ বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। যে সংবিধান আওয়ামী লীগ নিজেরাই কাটছাট করে নিজেদের মতো তৈরী করেছে। সেই সংবিধানে নির্বাচন করতে চায়। অথচ বাংলাদেশের জনগণ আগেই সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। বিশেষত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।  সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আজ দেশ বাঁচানোর ডাক দিয়েছেন। তার আহ্বানে রাজপথে নেমে এসেছে বাংলার তরুণ সমাজ। আজ তরুণরা জেগে উঠেছে। তরুণরা জেগে উঠলে কোন স্বৈরশাসকই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও টিকে থাকতে পারবে না। 

তারুণ্যের জয়যাত্রায় ভেসে যাবে বিএনপি-জামায়াত: নিখিল

ক্ষমতার লোভে উন্মত্ত বিএনপি- সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তারা যেকোনভাবেই ক্ষমতায় যেতে চায়। এর জন্য বিদেশীদের কাছে দেশের ভাবমুর্তি প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে- বলেছেন-বাংলাদেশ আওয়ামী যুবগলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।  রোববার (৯ জুলাই ২০২৩ খ্রি.) সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্র ঘোষিত “তারুণ্যের জয়যাত্রা” কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন, “তারুণ্যের সমাবেশ” এর নামে যুবসমাজকে জঙ্গিবাদ, অস্ত্রবাজির দিকে ঠেলে দিচ্ছে। ইয়াবা মাদকের দিকে ঠেলে দিচ্ছে। দেশের যুবসমাজকে রক্ষা করতে যুবলীগ “তারুণ্যের জয়যাত্রা” কর্মসূচি অব্যাহত রাখবে। ‘তারুণ্যের জয়যাত্রা’য় ভেসে যাবে বিএনপি-জামায়াত। সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে এবং সিলেট জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের মাটি বরাবরই আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি। এখান থেকে দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি।