shape
Abdul Alim Shah February 14, 2024 No Comments

শোকের জোয়ার, ভাটায় সুখ

একটা সায়র আছে, জল হীন। যেখানে শোকে জোয়ার আসে, ভাটায় সুখ। ভালোবাসি কি জানি? যদি না বলি তবে, হয়তো এখনো বুঝিনি। জীবনের সূচিতে দিন ধরে হয়তো ভালোবাসা হয়নি। শনিবারের ভালো লাগা বুঝতে হয়েছে শুক্রবার। জনের ভালোবাসা কতোজনে ঠেকেছে? ক্ষনে-খানে ভালোবাসা হারিয়েছে। আটকে আছে আলো, জোছনায়। ভালোবাসার দেনা আছে। পাওনাও কম না। সুদ, আসল, লাভের হিসেবে গরমিল আছে। এখনো ভালোবাসা কিসে, বুঝিনি। তার আগেই হয়তো সময়ের হিসেব মিলে যাবে। ভালোবাসার ঋন সুধিবার সুযোগ ফুরিয়ে যাবে। হৃদ উঠান থেকে উড়ান দেবে দম। মিশে যাবে সময়ে, শনি থেকে শুক্রবারে। হয়তো পৌষ কিংবা মাঘে। অথবা বারিষায়। মা ছেড়ে মিলে যাবো মাটিতে। তখনো ভালোবাসা ভিক্ষে পাবো জনের জানে, ক্ষনে-খানে। ভালোবাসা সবার জন্য।, আমার জন্যে